My ClickBD
১.বাসায় গিয়ে সব ধরনের গান স্বরলিপি সহকারে শেখানো হয়। ২.উচ্চাঙ্গ সঙ্গীতের সব নিয়ম হারমোনিয়াম, গিটার,তবলা একতারা, দোতারার সাহায্যে শেখানো হয়। ৩. শিক্ষার্থীদেরকে খুব যত্নের সাথে পর্যাপ্ত সময় দিয়ে সংগীত বিষয়ে পাঠদান করা হয়। ৪. আমি আগারগাঁও সরকারি সংগীত কলেজ থেকে নজরুল সংগীত বিষয়ে ডিগ্রি ও মাস্টার্স সম্পন্ন করে প্রায় ১০ বছর যাবত কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানে সংগীত শেখাচ্ছি। এছাড়াও বাংলাদেশ বেতার, এফ এম রেডিও ও টেলিভিশনে বিভিন্ন ধরনের সঙ্গীত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছি। ৫.সব রকমের সামাজিক অনুষ্ঠান গুলোতে সংগীত পরিচালক ও সংগীতশিল্পী হিসেবে কাজ করি। |